করোনায় মারা গেলেন এনআইএলএমআরসির পরিচালক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষারের মৃত্যুর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত চৌধুরী।
এফডিএসআর জানায়, গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন অধ্যাপক ডা. এ কে এম শামসুজ্জামান খান তুষার। পরে তাঁকে ১০ এপ্রিল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
এরই মধ্যে আবার শারীরিক অবনতি হলে ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান তুষারকে তিন দিন লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি।