কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় আহত বিল্লাল মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া বিল্লাল মিয়া উপজেলার মসুয়া ইউনিয়নের বেতাল গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে এবং তিন শিশু সন্তানের জনক।
নিহত বিল্লাল মিয়ার বাবা মো. আব্দুল মান্নান বলেন, ‘আমাদের প্রতিবেশির সঙ্গে জমিজমা ও রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ৫ ডিসেম্বর সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা বিল্লালকে দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে গুরুতর আহত বিল্লালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে সে মারা যায়।’
এ ঘটনায় বিল্লালের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী জানান, নিহত বিল্লালের স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।