কুমিল্লায় নিখোঁজ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের সাতদিন পর একটি খাল থেকে আজ রোববার দুপুরে ফাহিমা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাচিসাইর আকবর সরকারের বাড়ির একটি খালের সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ফাহিমা আক্তার দেবীদ্বার পৌরসভার চাপানগর উত্তরপাড়া এলাকার ট্রাক্টরচালক মো. আমির হোসেনের মেয়ে। পিবিআই ও দেবীদ্বার থানা পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, কাচিসাইর এলাকার একটি খালে শিশুটির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ফাহিমা গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। এ নিয়ে দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। শিশুর লাশ উদ্ধারের খবর শুনে ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম ও বাবা মো. আমির হোসেন ছুটে আসেন। গায়ের কাপর দেখে তারা ফাহিমার লাশ শনাক্ত করেন।
ফাহিমার বাবা মো. আমির হোসেন বলেন, আমি ট্রাক্টরে কাজ করি। আমার পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। গত ৭ তারিখ আমার মেয়ে বাড়ি থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করি। এর পরও তার সন্ধান না পেয়ে গত ১১ তারিখ দেবিদ্বার থানায় একটি নিখোঁজের জিডি করি।
ফাহিমার দাদা মো. জহিরুল ইসলাম বলেন, ব্যাগে পাওয়া অর্ধগলিত লাশটি আমার নাতনির। তাকে কে বা কারা মেরে এখানে ফেলে গেছে, আমরা জানি না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে রহস্য বের করার দাবি জানাচ্ছি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শিশু ফাহিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই কর্মকর্তারা এসে বিভিন্ন আলামত জব্দ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। শিগগিরই অপরাধীরে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।