কোকেন উদ্ধার : পেরুর নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড
কোকেন উদ্ধারের মামলায় মামলায় জেইমি বার্ডলেস গোমেজ নামের এক বিদেশি (পেরু) নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ (৫ম আদালত) ফাতেমা ফেরদৌস আজ বুধবার (১১ জানুয়ারি) এই রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম রেজাউর রহমান রুমেল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বিচারক খালাস দিয়েছেন। তারা হলেন মো. আব্দুস সালাম ও সালাহউদ্দিন।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি দুই হাজার তিনশ গ্রাম কোকেনসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে আটক করে পুলিশ। বিমানবন্দর থানায় দায়ের করা মামলায় একই বছরের ১৫ ডিসেম্বর তিন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেন।
২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।