কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যান বাদল দুই মামলায় ফের গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/16/badal-noakhali.jpg)
নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের জামিন আবেদন নামঞ্জুর করছেন আদালতে। সেইসঙ্গে আরও দুই বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া এ মামলায় ১৫ জন আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর, একজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে পৃথকভাবে একই মামলায় আরও আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। এরা সবাই দলের নেতাকর্মী।
আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে এ মামলার আবেদন করা হয়। গত ১০ মার্চ বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গত ৯ মার্চ বসুরহাট পৌর কার্যালয়ে হামলা ও গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে ১ নম্বর আসামি করে মামলা করে।