সাতক্ষীরায় আমান হত্যা মামলায় হাজিরা দিলেন সাবেক সাংসদ হাবিব
সাতক্ষীরার জেলা মৎস্যজীবী দলের নেতা চাঞ্চল্যকর আমান হত্যা মামলার ধার্য দিন আজ মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন তালা-কলারোয়া আসনের বিএনপিদলীয় সাবেক দুই বারের সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।
আজ সকালে হাবিবকে সাতক্ষীরা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে আদালতে হাজির করে পুলিশ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা বিএনপির বর্ধিত সভা চলাকালে দলের দুপক্ষের সংঘর্ষের জেরে জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান নিহত হন। এ ঘটনায় ৮৯ জনকে আসামি করে মামলা করেন তার মা ফাতেমা খাতুন। তদন্ত শেষে পুলিশ ৮৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আজ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত)-এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে। উচ্চ আদালতের নির্দেশে ২৭ আসামির মামলার কার্যক্রম স্থগিত করা হয়।
হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে সাতক্ষীরা কারাগারে গত ৪ ফেব্রুয়ারি থেকে বন্দি রয়েছেন।