খেলা থেকে ৩ শিশুকে তুলে নিয়ে ‘ধর্ষণ’, কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে তিন শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার একটি গ্রামে এই ‘ঘটনা ঘটলেও’ আজ সোমবার পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে যাকে আটক করা হয়েছে তাকে ‘কিশোর’ বলে দাবি করা হয়েছে।
শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে উঠানে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী ওই কিশোর (১৭) তিন শিশুকে প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আজ দুপুরে শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত বিষয় জানা যাবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য কিশোরকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’