গাজীপুরে চার হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ। আজ বুধবার দুপুরে তাদের গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২৮ হাজার টাকাসহ একটি এনআইডি কার্ড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব রঙ্গীখালী এলাকার নুর মোহাম্মদ (৩৯) ও গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পূর্বপাড়া শিকদার মার্কেট এলাকার মো. হৃদয় (২২)।
জিএমপির উপকমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে জেলার বাসন থানাধীন মোগরখাল এলাকার কলম্বিয়া পোশাক কারখানার পাশে ইয়াবার বড় চালান ক্রয়-বিক্রয় করছিলেন মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিকে বাসন থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চার হাজার পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে নগদ ২৮ হাজার টাকা, একটি এনআইডি কার্ড ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ব্যাপারে বাসন থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।