গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ
গাজীপুরের ভোগড়ায় যাত্রীবাহী একটি বাসের চাপায় পোশাকশ্রমিক ফারুক (২৮) নিহত হয়েছেন। এর জেরে আজ সোমবার বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বাসে অগ্নি সংযোগ ও ভাঙচুর করেছে।
নিহত শ্রমিক ফারুক মহানগরের মোগরখাল এলাকায় ভাড়া বাসায় থেকে ভোগড়া এলাকার আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড কারখানায় সহকারী হেলপার পদে কাজ করতেন। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মণ্ডলশেখ এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফারুক আজ দুপুরের খাবার খেয়ে কারখানায় ফেরার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। ২টার দিকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ফারুককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে আলিফ ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডসহ পাশের হা-মীম ও কলম্বিয়া গার্মেন্টেসের প্রায় পাঁচ-ছয় হাজার বিক্ষুব্ধ শ্রমিক রাস্তায় নেমে এসে ওই বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আরও সাত-আটটি যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। এতে ওই সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি তাদের দাবি শুনে নিহত ফারুকের পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। বিকেল ৪টার দিকে শ্রমিকেরা তাদের অবরোধ তুলে নেন।
ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।