মাটির দেয়াল ধসে প্রাণ গেল ভাই-বোনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/29/braahmnnbaarriyyaa.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতদের বাবা মন্নাফ মিয়া, মা রোকসানা বেগম ও আরেক বোন ইসু। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—লক্ষ্মীপুর গ্রামের মো. মন্নাফ মিয়ার ছেলে রাফিন (১২) ও তার বোন মিশু (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাওয়া শেষ সন্তান ও স্ত্রীকে নিয়ে মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন মন্নাফ। রাতে বৃষ্টি হওয়ায় তাদের মাটির ঘরের দেয়াল ভিজে দুর্বল হয়ে গিয়েছিল। ভোরের দিকে ওই ঘরের পাশে থাকা আরেকটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল তাদের বসতঘরের ওপর ধসে পড়ে। এতে পরিবারটির সবাই মাটির ঘরের নিচে চাপা পড়ে।
পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় নিহতদের আরেক বোন ইসুকে ঢাকায় পাঠানো হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’