গাজীপুরে স্বাভাবিক হয়ে আসছে যানবাহনের চাপ
ঈদে ঘরমুখো মানুষের চাপ ও যানবাহন বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন রাস্তায় সকাল থেকে তীব্র যানজট থাকলেও বিকেলের দিকে তা স্বাভাবিক হয়ে আসে। ফলে এখন গাড়িগুলোকে খুব বেশিক্ষণ রাস্তায় আটকে থাকতে হচ্ছে না।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-গাজীপুর রোডে টঙ্গী থেকে, ময়মনসিংহ-গাজীপুর রোডে সালনা থেকে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। তার ওপর ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে ঘরমুখো মানুষের ভোগান্তির মধ্যে পড়তে হয়। কিন্তু বিকেলে পর এই যানজট এতো তীব্র ছিল না।
হাইওয়ে পুলিশ জানায়, শেষ মুহূর্তে এসে ঈদে ঘরমুখো মানুষের চাপের সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যা। সকাল থেকে পশুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের লম্বা সারি দেখা গেছে মহাসড়কে।
বৃষ্টি উপেক্ষা করে সড়কের বিভিন্ন পয়েন্টে অপেক্ষমাণ ঘরমুখো মানুষ বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এজন্য যানবাহনে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে যাত্রীদের।
তবে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ কাজ করছে।