গোপালগঞ্জে ইটবোঝাই ট্রলিচাপায় খাদ্য কর্মকর্তা নিহত

গোপালগঞ্জে ইটবোঝাই একটি ট্রলির চাপায় টুঙ্গিপাড়া উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মো. মনিরুজ্জামান (৫৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান সদর উপজেলার চরমানিকদহ গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারেক জানান, আজ শুক্রবার সকালে বাসা থেকে প্রাতর্ভ্রমণের জন্য বের হয়েছিলেন মনিরুজ্জামান। এ সময় শহরের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় পৌঁছালে ইটবোঝাই একটি ট্রলি তাঁকে চাপা দেয়। এ সময় গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আবদুল বারেক।
এসআই আরো জানান, ট্রলি ও চালক রফিককে (২২) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।