চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণে সাতজনের প্রাণহানি

চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার একটি বাড়িতে আজ রোববার সকালে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি : ইউএনবি
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার একটি বাড়িতে গ্যাসলাইনে বিস্ফোরণে সাতজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পাথরঘাটার একটি পাঁচতলা বাড়ির গ্যাসের লাইনে বিকট বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ওই বাড়ির দুটি দেয়াল ধসে পড়ে। হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।