চট্টগ্রামে বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি, দাবি তদন্ত কমিটির

চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কুঞ্জমনি ভবনে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তদন্ত দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে গ্যাসের কারণে বিস্ফোরণ হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তদন্ত দলের প্রধান প্রকৌশলী সারোয়ার হোসেন জানান, তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে। গ্যাসের কারণে বিস্ফোরণ হয়নি, প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে এ ঘটনায় জেলা প্রশাসন ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) আলাদাভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের পাঁচতলা একটি ভবনে এ ঘটনা ঘটে। এতে সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে চারজন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।