চট্টগ্রামে বিস্ফোরণ : মর্গে থাকা লাশটির পরিচয় মিলেছে

চট্টগ্রাম মহানগরের পাথরঘাটায় গতকাল রোববার সকালে গ্যাসলাইনে বিস্ফোরণে নিহত সাতজনের মধ্যে ছয়জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত এক যুবকের পরিচয় না পাওয়ায় লাশ পড়ে ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে।
সেই যুবকের পরিচয় মিলেছে। মাহমুদুল হক (৩০) নামের ওই যুবকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় তেইল্যাকাটা সেনেরচরে। বাবার নাম আবুল কাশেম ও মায়ের নাম মমতাজ বেগম।
নগরীর বাকলিয়ার ভেড়ামার্কেটের বেলাল কলোনিতে বসবাস করতেন মাহমুদুল হক। তাঁর ছোট ভাইয়ের বরাত দিয়ে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাহমুদুল হক রিকশা চালাতেন। তাঁর সন্ধানে ছোট ভাই এসেছিলেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ওসি মহসিন বলেন, রোববার সকালে বিস্ফোরণের ঘটনার পরপর নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেলেও বাকি তিনজনের পরিচয় পেতে দেরি হয়। বিকেলে আরো দুজনের পরিচয় মেলে। পরে রাত সাড়ে ৯টার দিকে মাহমুদুলের ভাই খুঁজতে এলে বিস্ফোরণের ঘটনায় সর্বশেষ মৃতদেহটিরও পরিচয় জানা যায়। নিহত সবাই পথচারী ছিলেন। কেউ স্কুলে, কেউ কাজে আর কেউ তাঁদের বহন করে নিয়ে যাচ্ছিলেন।