চার কেজি স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ফেরা মো. সোহেল নামের এক যাত্রীর কাছ থেকে প্রায় চার কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ মঙ্গলবার সকালে এসব স্বর্ণ উদ্ধারের পর তাকে আটক করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এম ফরহাদ হোসেন খান জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে আসা যাত্রী মো. সোহেলকে সন্দেহ করে তল্লাশি চালান গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সদস্যরা। পরে সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, তিনটি স্বর্ণের পিণ্ড এবং সাতটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন প্রায় চার কেজি।
বিমানবন্দরের ব্যবস্থাপক আরও জানান, স্বর্ণ ছাড়াও সোহেলের ব্যাগ থেকে চারটি আইফোন ও একটি আইপ্যাড পাওয়া যায়। একজন প্রবাসী সর্বোচ্চ ২০ তোলা স্বর্ণ সঙ্গে নিয়ে আসতে পারবেন—এমন নিয়ম থাকলেও সোহেল বড় ধরনের স্বর্ণের চালান বহন করেছেন। তাঁকে স্বর্ণ পাচারকারী হিসেবে সন্দেহ করছে শুল্ক গোয়েন্দারা।