ছাগল চুরির অভিযোগে দুই স্কুলছাত্রকে নির্যাতন, গ্রেপ্তার ২

সিংড়া থানা ভবন। ছবি : সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় ছাগল চুরির অপবাদ দিয়ে দুই স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শামীম ও আব্দুল করিম নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোর রাতে উপজেলার বিলদহর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা মোস্তফা সরদার ও সোহেল হোসেনের বাড়ি উপজেলার বিলদহর বাজার এলাকা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, গতকাল রোববার দুপুরে উপজেলার বিলদহর বাজার থেকে দুই স্কুলছাত্রকে ছাগল চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায় মোস্তফা ও সোহেল । পরে ওই দুই ছাত্রকে গাছে বেঁধে নির্যাতন চালায় তারা।
এ ঘটনায় নির্যাতিত এক ছাত্রের বড় ভাই বিপ্লব প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা করেন।
ওসি আরো জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অসামি মোস্তফা ও সোহেলকে গ্রেপ্তার করে।