জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গার বিরুদ্ধে মামলা

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা করা হয়েছে।
ইউএনবি এক প্রতিবেদনে জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম বাদী হয়ে আমলী আদালত-১ এ মামলাটি করেন।
সাতক্ষীরা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ জানানবলেন, যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন জাতীয় সংসদ সদস্য সেহেতু আইন-কানুন দেখে পরবর্তীতে এই মামলার সিদ্ধান্ত জানাবেন আদালত।