টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ সাময়িক বন্ধ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/28/gopalganj_somadi.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে আজ শুক্রবার থেকে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ছবি : এনটিভি
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সকালে এ বিষয়ক নির্দেশনা টাঙানো হয়েছে প্রধান ফটকে।
দর্শনার্থীদের প্রবেশ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের কিউরেটর নুরুল ইসলাম। তিনি এনটিভি অনলাইনকে বলেছেন, ‘করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে দুই সপ্তাহের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে এ সময়সীমা আরও বাড়তে পারে।’