নাটোরে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রম শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/21/natore-mango.jpg)
নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার আনিছুর রহমানের বাগান থেকে আম পেড়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। ছবি : এনটিভি
গোপালভোগ বা কালুয়া জাতীয় আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে শুরু হলো আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ অভিযান। আজ শুক্রবার দুপুরে জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর এলাকার আনিছুর রহমানের বাগান থেকে আম পেড়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াঙ্কা দেবী পালসহ বাগানমালিক ও আম ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আগামী সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে উন্নতজাতের এসব আম বাজারজাতকরনের জন্য সংগ্রহ করা হবে।
চলতি বছর নাটোর জেলা থেকে প্রায় ৭৭ হাজার মেট্রিক টন আম সংগ্রহের আশা করেছে কৃষি বিভাগ।