নারায়ণগঞ্জে ভবন ধসে নিখোঁজ স্কুলছাত্র এখনো উদ্ধার হয়নি

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় চারতলা ভবন ধসে খালে পড়ে যাওয়ার ঘটনায় এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের কর্মীরা গতকাল রোববার বিকেল থেকে বিরামহীন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো নিখোঁজ ওয়াজেদকে উদ্ধার না করতে পারায় উদ্বেগ প্রকাশ করেন এলাকাবাসী। স্থানীয়রা জানায়, ভবনটির একটি অংশ খালের ওপর ছিল, আশপাশের আরো ভবন ঝুঁকিপূর্ণ। এসব ভবন থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধারকাজে কোনো ত্রুটি নেই বলে দাবি করেন তদন্ত কমিটির সদস্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাঈদুজ্জামান হিমু জানান, ভবনটির একটি অংশ খালের ওপর ছিল। একটি অংশ পানি এবং ময়লার ভেতর দেবে গেছে। এ কারণে উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে।
সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ৬ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে জানা গেছে।
প্রবাসী বাবু মিয়ার এই ভবনটি কয়েক বছর আগে তিনতলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন করে বসবাস শুরু করা হয়। সম্প্রতি চারতলার ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। গতকাল রোববার বিকেলে হঠাৎ বিকট শব্দ করে ভবনটির ভিত ধসে পাশের হাজামজা খালে পড়ে যায়।