নোয়াখালীতে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, আহত ৬

নোয়াখালীর চৌমুহনীর স্টেশন মার্কেটে আজ রোববার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে।
এ সময় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ছয়জন আহত হয়েছে।
জেলার চারটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সল জানান।
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাহেদুর রহমান স্বপন জানান, মার্কেটের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের জেনারেটর ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একুশে ক্রোকারিজ, এসবি ক্রোকারিজ, চায়না ক্রোকারিজ, প্রাণ-আরএফএল শোরুমসহ ১১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
ব্যবসায়ী সাহেদুর রহমান স্বপন দুঃখ করে বলেন, ‘চলতি বছরে একই মার্কেটে এ পর্যন্ত চারবার ভয়াবহ আগুন লাগে। সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষত না শুকাতেই আবারও এমন ঘটনা বেশ আলোচিত হচ্ছে।’
ব্যবসায়ীরা আরো অভিযোগ করে বলেন, আজকের এ আগুনের ঘটনায় অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে বসেছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক জহিরুল ইসলাম ভুইয়া বলেন, আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিন ফায়ারম্যানসহ ছয়জন ব্যবসায়ী আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।