নড়াইলে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলী (গুচ্ছগ্রামে) গ্রামের মো. জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের আব্দুল হাকিম গাজী। দণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামিই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকেলে নড়াইল সদর উপজেলার আবাদ গ্রামে যশোর-নড়াইল সড়কে যানবাহনে তল্লাশি চালায় নড়াইল ডিবি পুলিশের একটি দল। এ সময় যশোর থেকে আসা একটি ইঞ্জিনচালিত আলমসাধু তল্লাশি করা হয়। এ সময় চালক জাহাঙ্গীর আলম এবং সঙ্গে থাকা আব্দুল হাকিমকে জিজ্ঞাসাবাদ করলে তারা গাড়িতে ফেনসিডিল থাকার কথা স্বীকার করেন। তখন তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ির বডির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরবর্তী সময়ে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ আট বছর শুনানিতে নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।