পলিথিনে নবজাতককে ফেলে দেওয়া রমজানের জামিন
ক্লিনিক থেকে পলিথিন মুড়িয়ে নবজাতককে ফেলে দিতে গিয়ে আটক যুবক রমজানকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই ) শিপন আলী শেখ আজ আসামি রমজানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস জবানবন্দি রেকর্ড করেন। এর পরে রমজানের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
গত শনিবার দুপুরে পলিথিন মুড়ে নবজাতককে ফেলে দেওয়ার সময় রমজানকে আটক করে পুলিশ। নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় মিরপুরের বুশরা ক্লিনিকের মালিক জয়নাল, ম্যানেজার মামুন, নার্স লিপি ও রমজানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মিরপুর থানায় মামলা করা হয়।