পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/02/pirojpur-1.jpg)
পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে শনিবার রাত ৯টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। ছবি : এনটিভি
পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত আনুমানিক ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন শনিবার রাতে এনটিভিকে বলেন, ‘রোববার পিরোজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি হওয়ার কথা। সে কারণে জেলা অফিসের সামনে ছাত্রদল ব্যানার ও ফেস্টুন টানায়। রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বন্ধ অফিসে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে। এ সময় বাইরে থাকা প্রায় অর্ধশতাধিক ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে হামলাকারীরা।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/01/02/pirojpur-2.jpg)
অফিস বন্ধ থাকায় হামলাকারীরা ভেতরে কোনো ক্ষতি করতে পারেনি বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন।