‘পেঁয়াজ নিয়ে সরকারপ্রধান জনগণের সঙ্গে মশকরা করছেন’

অনির্বাচিত সরকারের জবাবদিহিতা না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে পেঁয়াজ নিয়ে সরকারপ্রধান জনগণের সঙ্গে মশকরা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় এসব কথা বলেন আমীর খসরু।
বিপ্লব ও সংহতি দিবস এবং দেশনেত্রীর মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুজি কবির। মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান বক্তব্য দেন।
দেশে কোনো অভিযান চলছে না, সরকারের সমর্থনে মাফিয়া গডফাদাররা নানা অপকর্ম করছে দাবি করে আমীর খসরু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে গণতন্ত্র মুক্ত হবে না। গণতন্ত্র মুক্ত করতে নেত্রীকে জেলের বাইরে আনতে হবে।’