ফেনীর ফুলগাজীতে ১৪৪ ধারা
ফেনীর ফুলগাজীতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার গতকাল শুক্রবার রাতে এই আদেশ দেন। এরপর থেকে পুরো এলাকা এখন থমথমে।
জানা গেছে, ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে একই সময় একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণা করে। এমন অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইউএনও আশরাফুন নাহার স্বাক্ষরিত আদেশে বলা হয়, আজ শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুলগাজী উপজেলায় ১৪৪ ধারা জারি থাকবে।
এদিকে, গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনীর ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণ প্রস্তুতিসভায় হামলার ঘটনা ঘটে। এরপর রাতে এ ধারা জারির কথা জানা যায়।
আজ শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতারা ফেনী পৌঁছায়নি। ত্রাণ বিতরণ ও যাবতীয় বিষয়ে আজ জেলা শহরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে তাদের।