বরিশালে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/24/barishal-death-news-pic.jpg)
বরিশালে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর ব্রজমোহন কলেজের মসজিদের সামনের এলাকায় একটি বাড়ি থেকে গতকাল সোমবার রাত ৯টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ওই কলেজছাত্রীর নাম সান-ই-জাহান জুয়েনা (১৮)। তিনি সরকারি বরিশাল কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকায়। তবে, বরিশাল নগরীতে আইনুন ভিলা নামের একটি ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন তিনি।
আইনুন ভিলার তত্ত্বাবধায়ক মর্জিনা বেগম বলেন, ‘সন্ধ্যার পর মেয়েদের চিৎকার শুনে দরজার ওপর থেকে দেখতে পাই, ওই ছাত্রী ফ্যানের সঙ্গে পেঁচানো ওড়নায় ঝুলে রয়েছেন। তবে, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানি না।’
আইনুন ভিলার মালিক আইনুন বেগম বলেন, ‘প্রায় দেড় বছর ধরে ওই ছাত্রী এখানে বাসা ভাড়া নিয়ে ছিলেন। কোনো সময় সন্দেহজনক কিছু চোখে পড়েনি।’
এদিকে পুলিশ বলছে, ওই কলেজছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেক দাগ পাওয়া গেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘দরজা ভেঙে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ছাত্রীর মুঠোফোন জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মূল কারণ জানা যাবে।’