বাংলা ট্রিবিউনের সাংবাদিকের লাশ উদ্ধার

রাজধানীর বনশ্রী এলাকার ১১ নম্বর রোডের একটি বাসা থেকে বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘গতকাল রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাই। ৯টার দিকে গিয়ে বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করি। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি টিমও ছিল সেখানে। পরে আমরা লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি।’
মশিউর রহমান আরো বলেন, ‘আমরা ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে তাঁর (মনসুর আলী) মৃত্যু হতে পারে। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, লাশটি বিছানায় পড়ে আছে। বিছানায়ই বমি ও পায়খানা করেছেন। এসব তো স্ট্রোকের লক্ষণ। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুজ্জামান লাবু বলেন, ‘মনসুরের মৃত্যুর খবর বাংলা ট্রিবিউনে এসে পৌঁছালে তাঁর অনেক সহকর্মী কান্নায় ভেঙে পড়েন। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এ ঘটনা এখনো অনেকেই মেনে নিতে পারছেন না। পুরো অফিসেই শোক বিরাজ করছে।’
মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কোটালপাড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সহসম্পাদক পদে যোগ দেন।