ভৈরবে ইতালি প্রবাসীদের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমূলকান্দিতে ইতালি প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের ব্যানারে তিন শতাধিক দরিদ্রের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শিমূলকান্দি হাই স্কুল মাঠে এক অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতারা উপস্থিত থেকে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ।
খাদ্যসামগ্রী বিতরণের আগে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফা কামালের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাজি আফিকুল ইসলাম হারিছ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক ইমন।
আলোচনা সভায় বিএনপি নেতারা সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান মহামারি নিয়েও সরকার রাজনীতি করছে। যেখানে সারা বিশ্ব করোনাকে মোকাবিলায় দলমত নির্বিশেষে নানা উদ্যোগ নিচ্ছে, সেখানে আওয়ামী লীগ সরকারি ত্রাণ বিতরণ নিয়ে তামাশা করছে। তারা এ সময় এই সংকট মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা মাস্ক পরতে, সরকারি বিধিনিষেধ মেনে চলতে এবং গণজমায়েত এড়িয়ে চলতে উপস্থিত লোকজনদের প্রতি আহ্বান জানান। বিএনপিনেতারা বলেন, নিজে এবং পরিবারের সদস্যদেরসহ প্রতিবেশীদের রক্ষায় আমাদের প্রত্যেকেরই বিধিনিষেধ মেনে চলা উচিত।