ভৈরবে ১২ কেজি গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ
ভৈরবে ১২ কেজি গাঁজাসহ হৃদয় মিয়া (৩০) ও মোরসালিন (১৬) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পরে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের।
আটককৃতরা নেত্রকোণা জেলার বাসিন্দা বলে জানায় র্যাব।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকামুখী একটি পিকআপভ্যান আটক করে। পরে সেটিতে তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পিকআপে থাকা হৃদয় ও মোরসালিনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক কাজে ব্যবহৃত পিকআপটি।
ক্যাম্প অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ‘আসামিরা দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা নিয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’