মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে : ফায়ার সার্ভিস
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছে। ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা মো. রায়হান এ তথ্য জানিয়েছেন।
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ।
বিস্ফোরণের ঘটনায় আহত পাঁচজন এখনও হাসপাতাল চিকিৎসাধীন।
বিস্ফোরণের ঘটনায় গত মঙ্গলবার (২৯ জুন) মামলা করে রমনা থানার পুলিশ।