মাগুরায় বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

মাগুরা সদর উপজেলার দারিয়াপুরে বজ্রপাতে বেদেনা বেগম (৩৫) নামের এক নারী এবং মহম্মদপুর উপজেলার সূর্যকুন্ডু গ্রামের কাওছার শেখ (৭০) নামের বৃদ্ধ মারা গেছেন। আজ শুক্রবার বিকেলে এ দুজন মারা যান।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন বেদেনা বেগম। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে কাওছার শেখ বৃষ্টির মধ্যে ঘরের খুঁটি মেরামতের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান এবং তাঁর ছেলে কোরবান আলী আহত হন।
এছাড়া মাগুরা সদরের জাগলা লক্ষ্মীপুরে ঝড়ে গাছ পড়ে এক পথচারি আহত হয়েছেন। অন্যদিকে জাগলার চাপড়ায় বজ্রপাতে এক কৃষক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।