মাগুরায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ
মাগুরায় বাসচাপায় আলিফা সুলতানা (১২) নামের স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
নিহত আলিফা সুলতানা মাঝাইল গ্রামের মৃত শাহীন হোসেনের মেয়ে। সে নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান, আজ বিকেলের দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল স্কুলছাত্রী আলিফা সুলতানা। সে মাগুরা-ফরিদপুর মহাসড়কের ওয়াপদা এলাকায় রাস্তা পারাপারের সময় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে গতিরোধক এবং নিহত ছাত্রী হত্যার বিচার দাবিতে মাগুরা-ঢাকা সহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার দুই পাশে কয়েক হাজার দূরপাল্লার যানবাহন আটকে গেলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
পরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ঘটনাস্থলে পৌঁছে আগামীকাল সড়কের ওই স্থানে গতিরোধক তৈরির আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।