মাদক মামলায় কলাবাগানের সভাপতির বিরুদ্ধে অভিযোগপত্র

মাদক মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে র্যাব। ফাইল ছবি
রাজধানীর ধানমণ্ডি থানায় করা মাদক আইনের মামলায় কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আশরাফ আলী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিআরও বলেন, সোমবার সন্ধ্যায় আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) জসীম উদ্দীন। সেই অভিযোগত্র মঙ্গলবার সিএমএম আদালতে উপস্থাপন করা হলে বিচারক বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালায় র্যাব। এর পরে মাদক মামলায় কয়েক দফা রিমান্ডে যান শফিকুল। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।