মাদারীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ২ শিশু নিহত
মাদারীপুর সদর উপজেলায় তালাবদ্ধ ঘরের ভেতরে অগ্নিকাণ্ডে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
নিহত শিশুদের বয়স আনুমানিক এক থেকে দুই বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় শিশুদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, সকালে শিশুদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভেতর থেকেই আগুন লেগে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এই বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে স্বামী, স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকেন এই পরিবার। আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, ওই পরিবারে প্রায়ই পারিবারিক কলহের ঘটনা ঘটতো। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছেন।’