মানিকগঞ্জে ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে সাত জেলেকে জরিমানা ও পরে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহিদুর রহমান।
এর আগে আজ ভোরে যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরার সময় অভিযান চালিয়ে ওই সাতজনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন।
আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় চার জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। বাকি তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযানের সময় জব্দ হওয়া ২০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। একই সঙ্গে জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও জাহিদুর রহমান জানান, এ পর্যন্ত নিষিদ্ধ ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাল জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার। মাছ জব্দ করা হয়েছে ৫০ কেজি।