মায়ের আঁচল ধরে খেলতে খেলতে শিশুর সিঁড়ি দিয়ে পড়ে মৃত্যু
মায়ের শাড়ির আঁচল ধরে সাত তলার সিঁড়িতে খেলছিল দেড় বছরের শিশু হাসাইন। এমন সময় হঠাৎই শিশুটি সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। এতেই গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শিশুটির মৃত্যু হয়। ঘটনাটি গতকাল সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজারে ঘটে।
আজ মঙ্গলবার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন,‘মঙ্গলবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটি হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল।’
হাসাইন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আবুল হোসেন ও আঁখি আক্তার দম্পতির ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলো হাসাইন। শিশুটির মা আঁখি আক্তার এনটিভি অনলাইনকে বলেন,‘গতকাল সোমবার সন্ধ্যায় সাততলার বাসার সিঁড়িতে খেলছিলাম। সে সময় আরেক মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম তখন। সে সময় হাসাইন আমার শাড়ির আঁচল ধরে খেলছিলেন। হঠাৎ হাসাইন সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।'
কাঁদতে কাঁদতে আঁখি আক্তার বলছিলেন, 'সে সময় হাসাইনকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তারপর হাসপাতালে ভর্তি করাই। আজ সকালে ভর্তি থাকা অবস্থায় আমার হাসাইন মারা যায়। আমি কিছুই ভাবতে পারছি না। আমার পাশ থেকে ছেলে নিচে পড়ে যায়। আমি আমাকে কোনোভাবেই বুঝ দিতে পারছি না।'
বাচ্চু মিয়া বলেন,'সিদ্দিকবাজার নতুন রাস্তা দৌলত মিয়ার আটতলা বাড়ির সাততলায় ভাড়া থাকেন তারা। সিঁড়ি দিয়ে নিচে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। শিশুটি নিউরোসার্জারি ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল শিশুটি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।'