মৌলভীবাজার পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মেয়র পদপ্রার্থী
মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মো. অলিউর রহমান আইনশৃঙ্খলা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় ৩০ জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী।
বিএনপি মনোনীত প্রার্থী তাঁর লিখিত বক্তব্যে বলেন, গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সন্ত্রাসীদের তাণ্ডবের কথা জানিয়ে ও তাদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ছাত্রলীগের তাণ্ডব ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে বিএনপির সমর্থক ও কর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে।
অলিউর রহমান আরো বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। বরং সরকারদলীয় লোকেরা বিএনপির পোলিং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তাই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থী অলিউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্বল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, শামীম আহমদ, আব্দুর রহিম রিপন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সেলিম আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।