রিফাত হত্যা : দুই আসামির জামিন মেলেনি হাইকোর্টে

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই আসামিকে জামিন দেননি হাইকোর্ট। দুজন হলেন নাজমুল হাসান ও রাফিউল ইসলাম রাব্বি। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ও অ্যাডভোকেট মো. সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি ড. মো. বশির উল্লাহ। তিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনার আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে গত ৩০ অক্টোবর হাইকোর্টে জামিন আবেদন করেন নাজমুল ও রাফিউল।
গত ২৬ জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির সামনে কোপানো হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা করেন।
গত ১ সেপ্টেম্বর বহুল আলোচিত এ মামলায় ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৪ আসামির মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালত পলাতক আসামিদের মালামাল জব্দের আদেশ দিলে এদের সাতজন আদালতে আত্মসমর্পণ করেন।