রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১২
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গতকাল থেকে আজ রোববার বিকেল পর্যন্ত ওই ক্যাম্পের মুন্না গ্রুপ এবং ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম বলেন, ‘উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের মুন্না গ্রুপের সঙ্গে অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইসলাম মাহাদ গ্রুপের মধ্যে ইয়াবা বিক্রির আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। পরে গত শনিবার ফাঁকা গুলির মাধ্যমে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় আজও থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষের সংঘর্ষে ২০টিরও বেশি ঝুঁপড়ি ঘর, বেশ কয়েকটি ওয়াটার সাপ্লাইয়ের ট্যাংক ভাঙচুর করা হয়।’
ওই এপিবিএন কর্মকর্তা আরো বলেন, ‘খবর পেয়ে এপিবিএনের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি। অভিযুক্ত রোহিঙ্গা সন্ত্রাসীদের ধরার চেষ্টা চলছে।’