শীতলক্ষ্যায় মিলল বুয়েট শিক্ষার্থীর মরদেহ

নারায়ণগঞ্জ সদর নৌ থানা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বনানী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম ফারদিন নূর পরশ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় পরশের ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর রশিদ জানান, পরশ গত শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া নিজ বাড়ির এলাকা থেকে নিখোঁজ হন। তাঁর বাবার নাম নূর উদ্দিন। পরশ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বছরের শিক্ষার্থী ছিলেন। পরশের নিখোঁজের কারণ জানতে পারেনি পুলিশ।