শেরপুরে গারো নৃগোষ্ঠীর ওয়ানগালা উদযাপিত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান চার্চ চত্বরে গারো নৃগোষ্ঠীর মানুষদের নবান্ন উৎসব ‘ওয়ানগালা’ উদযাপিত হয়েছে। আজ রোববার সকাল থেকে এ ওয়ানগালা উদযাপিত হয়।
ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর খ্রিস্টান চার্চ চত্বরে উৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গারোদের ওয়ানগালা উদযাপনে সকাল থেকেই মরিয়ম নগর চার্চ চত্বরে আসতে থাকে গারো নৃগোষ্ঠীর মানুষসহ স্থানীয়রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশীদ। চার্চের পুরোহিত ফাদার বিপুল ডেভিড দাস সিএসবির প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। ধর্মীয় আচার পালনের সঙ্গে আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল এ ওয়ানগালা অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে চার্চ চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
গারো নৃগোষ্ঠীর মানুষ এক সময় তাদের নিজস্ব দেবতা মিসি সালজংকে ফসলের একটা অংশ আনুষ্ঠানিক দানের মাধ্যমে উদযাপন করত তাদের নবান্ন উৎসব ওয়ানগালা। বর্তমানে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণের পর যিশুখ্রিস্টকে ফসলের অংশ নিবেদন করে শুরু করে এই উৎসব।