শেরপুরে চন্দ্রকোনা কলেজে ৭০টি মৌচাক
কলেজজুড়ে শিক্ষার্থীদের কোলাহল ও কলকাকলির পরিবর্তে কানে বেশি আসে মৌমাছির গুনগুনানি। শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজে মৌমাছি বেঁধেছে ৭০টি মৌচাক।
জেলার নকলা উপজেলায় সরিষার চাষ হয় বেশি। সরিষা ফুলের মৌসুমে মৌমাছি প্রতি বছর বিভিন্ন জায়গায় মৌচাক গড়ে তোলে। প্রতিবছর চন্দ্রকোনা কলেজেও চাক গড়ে মৌমাছি। কিন্তু এবার প্রতিবারের রেকর্ড ভেঙেছে মৌমাছি।
চারতলা কলেজ ভবনের বিভিন্ন তলায় এই চাকগুলো সাজিয়েছে মৌমাছির দল। শিক্ষার্থীরা কিছুটা ভীত হলেও মৌমাছির কামড়ে এখন পর্যন্ত বড় কোনো অঘটন ঘটেনি কলেজটিতে। বরং বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা। প্রতিদিনই মানুষ কলেজে মৌচাক দেখতে আসছে। ইতোমধ্যে বেশ কয়েকটি চাক ভেঙে মধু সংগ্রহ করেছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে এই এলাকার গাছ ও বিভিন্ন বাসাবাড়িতেও মৌমাছির চাক নজরে পড়ছে।