সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিনসহ তিন বগিতে আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ছয় বগি লাইনচ্যুত ও ইঞ্জিনসহ তিন বগিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আন্তনগর ‘রংপুর এক্সেপ্রেস’ ট্রেন আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে দুপুর ২টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছে। যাত্রাবিরতি না থাকায় দ্রুতগতিতে লাইন পরিবর্তন করে স্টেশন অফিসের সামনে এলে প্রথমে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। অতিরিক্ত গতির কারণে পেছনের ‘ক’ ও ‘খ’ বগি ইঞ্জিনটিকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। পেছনের বগির ধাক্কায় ইঞ্জিন লাইন থেকে সম্পূর্ণ ছিটকে পড়ে একইসঙ্গে নয়টি বগিও লাইনচ্যুত হয়। এ সময় ঘর্ষণের ফলে ইঞ্জিনে আগুন লেগে তা আরো তিনটি বগিতে ছড়িয়ে পড়ে।

আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে আসার চেষ্টা করলে লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টারসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করে।
ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার ফলে এই স্টেশন ব্যবহার করে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার ব্রিগেডের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. মঞ্জিল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।এ দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহত হয়নি।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুখ আহাম্মদ বলেন, ‘ভয়াবহ এই রেল দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী সাত কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।’
সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, ‘ট্রেন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’