১০ দফা আন্দোলন, ২৭ দফা দেশ পুনর্গঠনের কর্মসূচি : ডা. জাহিদ
‘বিএনপির ১০ দফা আন্দোলনের কর্মসূচি আর ২৭ দফা দেশ পুনর্গঠনের কর্মসূচি। সেই কর্মসূচিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ বুধবার (২২ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ডা. জাহিদ এ মন্তব্য করেন।
ডা জাহিদ হোসেন বলেন, ‘রাষ্ট্র মেরামতের প্রশ্ন ওঠল কেন? ১০ দফা দাবিতে বিএনপি তা স্পষ্ট করেছে। বিএনপির দাবি নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত করা। তবে দাবি পূরণের পর বিএনপিও কি আওয়ামী লীগের মতো একই ভাবে দেশ চালাবে? আওয়ামী লীগের নেতারা চুরি-ডাকাতি করে বিদেশে সেকেন্ড হোম বানিয়েছেন। বিএনপিও কি তাই করবে? না, বিএনপি যেহেতু জনগণের ক্ষমতায়, জনগণের অধিকারে, মত প্রকাশের স্বাধীনতায়, জমায়েত হওয়ায়, যার ভোট তিনি দেবেন—সে নীতিতে বিশ্বাস করে, তাই বিএনপি তার ২৭ দফা প্রস্তাবনায় সেগুলো স্পষ্ট করেছে।’
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্টকাঠামো মেরামতের রূপরেখা ও ব্যাখ্যা বিশ্লেষণ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
ময়মনসিংহ পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে সদস্য সচিব ডা. মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাদের গনি চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আলোচনাস সভায় চিকিৎসক, কৃষিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শতাধিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।