৭৩ হাজার ইয়াবা উদ্ধার : ৪ জনের ১৫ বছর কারাদণ্ড
৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধারের মামলায় চার আসামির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কোঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারক রায়ে কারাদণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’
আসামিরা হলেন—সুমন মিয়া,মো.দেলোয়ার হোসেন, কামাল হোসেন (পলাতক) ও মো. ইসমাইল (পলাতক)।
পিপি বলেন, ‘আসামিদের মধ্যে প্রথম দুজনকে সাজার পরোয়ানাসহ কারাগারে প্রেরণের নির্দেশ দেন, বাকি দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তাঁদের যেদিন গ্রেপ্তার করা হবে, সে দিন থেকে রায় কার্যকর হবে।’
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৫ মার্চ উত্তরা পূর্ব থানা এলাকায় আসামিরা একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমান মাদক নিয়ে আসে। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৭৩ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় র্যাবের সুবাদার মো: আরশাদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার পরে ২০১৮ সালের ২৬ জুন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক( এসআই) দীপন কুমার ঘোষ ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৯ সালের ৭ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।