রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার অনশন
বিশ্ববিদ্যালয় উপাচাযের্র (ভিসি) অপসারণ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার রাত সাড়ে আটটা থেকে শুরু হওয়া এ অনশন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অনশনকারিরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে শুরু হওয়া এ অনশনে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় অর্ধ-শতাধিক লোক অংশগ্রহণ করেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সুষ্টু পরিবেশ ফিরিয়ে আনার দাবিসহ চার দফা দাবিতে গত ৪ ফেব্রুয়ারি থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী অনশন শুরু করে। এসময় তাদের ওপর মধ্যরাতে সন্ত্রাসী হামলায় দুই শিক্ষকসহ ছয়জন শিক্ষার্থী গুরুতর আহত হন।
প্রসঙ্গত: গত নভেম্বর মাস থেকে ভিসি প্রফেসর ড. একেএম, নুর উন নবীর অপসারণসহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। ১১ ডিসেম্বর থেকে অদ্যাবদি প্রশাসনিক ভবনের মুল গেটে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্যকে (ভিসি) তাঁর কার্যালয়ে ঢুকতে দেয়নি আন্দোলনকারিরা। ২৯ জানুয়ারি থেকে একাডেমিক ভবনে তালা দিয়ে ক্লাশ ও পরীক্ষা গ্রহণ বন্ধ করে সর্বাত্মক ধর্মঘট শুরু করে আন্দোলনকারিরা। এতে করে বিশ্ববিদ্যালয়টি প্রায় অচল হয়ে পড়েছে।