কক্সবাজারে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডে এক নারী পুড়ে মারা গেছেন। ছবি : এনটিভি
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজারে অগ্নিকাণ্ডে এক নারী পুড়ে মারা গেছেন। অগ্নিকাণ্ডে বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাবেদা। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইন উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে যাওয়া বাড়ি ও দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
পুড়ে যাওয়া সবকটি দোকান কাঠের ফার্নিচার ও ওয়ার্কশপের ছিল। কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি বলে জানান ইউএনও।