রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম খান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নজরুলের ইসলামের বাড়ি পাংশার উত্তরপাট্টা গ্রামে। তাঁর বাবার নাম লোকমান হোসেন।
পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রব বিশ্বাস জানান, আজ সকাল ১০টার দিকে নিজ বাড়ির নির্মাণাধীন দেয়ালে পানি দিতে বৈদ্যুতিক মোটরে সুইচ দিতে যান নজরুল। এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।